2025-02-01
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

দেশের সংবিধান ও লোকতন্ত্রকে আমরা একত্রিত হয়ে বাঁচাবো : কানহাইয়া 

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল উত্তর-পূর্ব দিল্লি থেকে ভারতের প্রার্থী কানহাইয়া কুমারের সঙ্গে দেখা করলেন বুধবার।

এদিন কানহাইয়া কুমার সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের সামনে এসে বলেন, দেশে একটা তানাসাহির শাসন চলছে, যাকে খুশি তাকে বিনাকারণে জেলে ঢুকানো হচ্ছে। এই তানাশাহির বিরুদ্ধে আমার অনেক বছর ধরে যুদ্ধ করে যাচ্ছি। তানাশাহির বিরুদ্ধে লড়াই করার জন্যে আমরা সবাই একত্রিত হয়েছি এই যুদ্ধে প্রতি পদক্ষেপে আমরা তার সাথে আছি। গণতন্ত্র রক্ষার লড়াই আমরা সবাই লড়বো।

পাশাপাশি সুনিতা কেজরিওয়ালকে কানহাইয়া কুমার এদিন বলেন , দেশে সংবিধান, লোকতন্ত্র যে ভাবে শেষ করা হচ্ছে এই তানাশাহির সরকারকে আমরা পরাস্ত করবো এবং দেশের সংবিধান ও লোকতন্ত্রকে আমরা একত্রিত হয়ে বাঁচাবো।

তিনি আরো বলেন,২৫ মে দিল্লীর মানুষ ভোটের মাধ্যমে জেলের প্রতিশোধ নিতে যাচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service