জনতার কলম ওয়েবডেস্ক :- G20 শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আমন্ত্রণে ‘ভারতের রাষ্ট্রপতিকে পাঠানো আমন্ত্রণ পত্রে ইন্ডিয়া এর জায়গায় ইংরেজি অক্ষরে ভারত লেখা দেখে প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় , এদিন তিনি বলেন আজ, কেন্দ্র সরকার ভারতের নাম পরিবর্তন করেছে। G20 শীর্ষ সম্মেলনের আমন্ত্রণপত্রে ডিনারে বলা হয়েছে ‘ভারত’…ইংরেজিতে আমরা বলি ‘INDIA’ এবং ‘ভারতীয় সংবিধান’ আর হিন্দিতে বলি ‘ভারত কা বিধান’, আমরা সবাই বলি ‘ভারত’, এতে নতুন কী আছে? কিন্তু ‘ভারত’ নামটা বিশ্ববাসীর কাছে পরিচিত… হঠাৎ কী হল যে দেশের নাম বদলাতে হল বলে ?
দেশ
রাজনৈতিক
দেশের নাম বদলের কারণ কি : মমতা
- by janatar kalam
- 2023-09-05
- 0 Comments
- Less than a minute
- 2 years ago





Leave feedback about this