জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের ১১নং বুথের বুথ সভাপতি শ্রীমতি রীতা দেবের বাড়িতে এলাকার মা-বোন ও যুবা ভাইদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র ১০৬তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন কী বাত অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আদরণীয় প্রধানমন্ত্রীজী’র আজকের এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রদত্ত বক্তব্য দেশবাসীর অন্তর্নিহিত ধারণাকে ইতিবাচক চিন্তাধারায় উদ্ভাসিত করেছে। দেশের জনগণ মন কি বাত-এর মাধ্যমে পরস্পরের অভিজ্ঞতার বিনিময় করছেন তার সঙ্গে স্ব-ইচ্ছায় গঠনমূলক ও ইতিবাচক কিছু করার ভাবনা বাড়িয়ে দিচ্ছে। এটা এমনই একটা সুষ্ঠ পরিবর্তন যাতে মানুষ সমাজসেবার জন্য অনেক বেশি এগিয়ে আসছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের পরামর্শে মন কি বাত অনুষ্ঠানটি প্রতিটি পর্বে ঋদ্ধ হচ্ছে, যার ফলে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হচ্ছে। এদিন মন্ত্রী আরো বলেন, আজ মন কি বাত এর মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে আদরণীয় প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য আমাদের মতো জনপ্রতিনিধিদের চলার পথে জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি যে প্রেরণাদায়ক ও ইতিবাচক কিছু বার্তা দিয়েছেন তা আমাদের মত জনপ্রতিনিধিদের কর্মক্ষেত্রে কাজ করার জন্য মার্গ দর্শনের কাজ করবে।
রাজনৈতিক
রাজ্য
দেশের জনগণ মন কি বাত-এর মাধ্যমে পরস্পরের অভিজ্ঞতার বিনিময় করছেন : সুশান্ত
- by janatar kalam
- 2023-10-29
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this