2025-01-08
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

 দেশের অখন্ডতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ভীমরাও রামজি আম্বেদকর : রাজীব 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার রাজ্য বিজেপির প্রদেশ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বাবাসাহেব বি আর আম্বেদকরের ৬৮তম তিরোধান দিবস। অনুষ্ঠানের প্রথমে উপস্থিত অতিথিরা বি আর আম্বেদকরের প্রতীকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এই দিন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য মন্ত্রী সুধাংশু দাস সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।

 

এদিন, সংবাদ মাধ্যমকে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান বি আর আম্বেদকর দেশের অখন্ডতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং সমাজের অস্পৃশ্যতা দূরীকরণে দীর্ঘ সংগ্রামী চালিয়েছেন ও সকলের সমান অধিকার এই মানসিকতা নিয়ে সকলের যে অধিকার তা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাই উনার এই তিরোধান দিবসে উনার এই মানসিকতাকে পাথেয় করে প্রদেশ বিজেপির পক্ষ থেকে আজকের দিনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে। তাছাড়া এদিন মন্ত্রী সুধাংশু দাস বলেন বি আর আম্বেদকর ভারতবর্ষের পিছিয়ে পড়া এবং দলিত অংশের মানুষের স্বার্থ রক্ষার ক্ষেত্রে উনার অবদান চিরস্মরণীয়। তবে এদিনের অনুষ্ঠানে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

 

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service