2024-11-25
agartala,tripura
রাজ্য

দীপাবলির প্রাক-মুহূর্তে টি এস আর জওয়ানদের জন্য মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আলোর উৎসবের প্রাক-মুহূর্তে টি এস আর জওয়ানদের জন্য মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা। খুশির হাওয়া টি এস আর জওয়ানদের মধ্যে। বুধবার জিরানিয়া মহকুমার মান্দাই বিনন কোবরা পাড়াস্থিত টিএসআর দ্বিতীয় বাহিনীর সদর দপ্তর পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে সহ অন্যান্যরা।

মুখ্যমন্ত্রী এদিন টিএসআর দ্বিতীয় বাহিনী জওয়ানদের সাথে বাজি পুড়িয়ে দীপাবলি উৎসব পালন করেন।দ্বিতীয় বাহিনীর সদর দপ্তরে মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর গার্ড অফ অনার দেওয়া হয়। তারপর মুখ্যমন্ত্রী টিএসআর দ্বিতীয় বাহিনীর সদর দপ্তর সরেজমিনে পরিদর্শন করেন। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী টি এস আর জওয়ানদের জন্য একগুচ্ছ ঘোষণা দেন।

মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা দেন প্রতিটি টিএসআর বাহিনীর সদর দপ্তরে জিম সেন্টার চালু করার জন্য ৫ লক্ষ টাকা করে প্রদানের ঘোষণা দেন। টিএসআর বাহিনীতে মেডিক্যাল অফিসারের সাম্মানিক ভাতা ৬০ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

এডহক পদ্ধতিতে ২৪০ জন টিএসআর জওয়ানের পদোন্নতি, টিএসআর ক্যাম্প ও ব্যারেক সংস্কারের জন্য ৫ কোটি টাকা দেওয়ার। এছাড়া টিএসআর জওয়ানদের রেশনমানি ১ হাজার থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা, ড্রেস অ্যালাউন্স ১০ হাজার থেকে বৃদ্ধি করে ১২ হাজার টাকা করার ঘোষণা দেন।

তিনি এদিন বলেন, প্যারা মিলিটারিদের থেকে কোন অংশে কম নয় টিএসআর জওয়ানরা। দেশের জন্য টিএসআর দ্বিতীয় বাহিনীর ১৬ জন জওয়ান আত্মবলিদান দিয়েছে। এদিকে নতুন কিছু ঘোষণায় খুশির হাওয়া টি এস আর জওয়ানদের মধ্যে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service