জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার নবগঠিত দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয় ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী আপের বিধায়করা হিন্দি, ইংরেজি, সংস্কৃত, উর্দু, মৈথিলী এবং পাঞ্জাবি – ছয়টি ভাষায় শপথ গ্রহণ করে আইনসভার ভাষাগত বৈচিত্র্য প্রদর্শনের মাধ্যমে।
অধিবেশনটি ২৬ বছর পর বিজেপির ক্ষমতায় ফিরে আসা এবং স্পিকারের চেয়ারের ডান দিকে স্থানান্তরিত হওয়ার ঘটনাকেও চিহ্নিত করে।
বিজেপি বিধায়ক অরবিন্দর সিং লাভলি অষ্টম বিধানসভার প্রো-টেম স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেন এবং অধিবেশন শুরুর আগে রাজ নিবাসে লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা তাকে শপথ বাক্য পাঠ করান। সবচেয়ে বয়স্ক বিধায়ক হিসেবে লাভলি সকল নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ তত্ত্বাবধান করেন।
Leave feedback about this