2025-01-22
Ramnagar, Agartala,Tripura
দেশ নির্বাচন

দিল্লির ভোটের দিনক্ষণ ঘোষণা করলো দেশের নির্বাচন কমিশন 

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ৫ই ফেব্রুয়ারি হতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ফল ঘোষণা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই মঙ্গলবার থেকেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেল দিল্লিতে। ফলে ভোটপ্রক্রিয়া শেষ নাহওয়া পর্যন্ত কোনও সরকারি ঘোষণা করা যাবে না সেখানে।

ইতিমধ্যে সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি । ৪৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। বিজেপি আপাতত ২৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে জানান, আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। দিল্লিতে সাধারণত এক দফাতেই বিধানসভা নির্বাচন হয়ে থাকে। পাঁচ বছর আগে, ২০২০ সালের বিধানসভা নির্বাচনেও এক দফায় ৮ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। নতুন ভোটার তালিকা অনুযায়ী দিল্লিতে মোট ভোটদাতার সংখ্যা ১ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৮৫৮। এত সংখ্যক ভোটারের জন্য মোট ১৩ হাজার ৩৩টি বুথ থাকবে বলে জানিয়েছে কমিশন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service