2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

দিল্লির বড় ইঞ্জিন কেবল প্রচার করেই বেড়ায় : গিরিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রচারে ৮০ শতাংশ অর্থ ব্যায় করে ,প্রকল্প রূপায়নে অর্থ ব্যায় করা হচ্ছেনা।এর ফলেই রাজ্যে আত্মহত্যা ও শিশু বিক্রির মত লজ্জাস্কর ঘটনা ঘটছে।শুক্রবার সাংবাদিক সন্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা রাজ্য কংগ্রেসের ইনচার্জ গিরিশ চৌরাঙ্কর।এই ধরনের ঘটনার কারন উদঘাটনে হাই পাওয়ার কমিটির মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।সম্পত্তি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির তালিকা ঘোষণা করা হয়েছে ।ঘোষণা করা হয়েছে রাজ্য কংগ্রেসের ইনচার্জের নামও ।নতুন রাজ্য কংগ্রেসের ইনচার্জ হয়েছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা গিরিশ চোরাঙ্কর ।শুক্রবার তিনি রাজ্য সফরে আসেন। শনিবার কংগ্রেস ভবনে নবঘটিত প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যদের সাথে বৈঠকে মিলিত হন তিনি ।পড়ে কংগ্রেস লেজিসলেটিভ পার্টি , ইলেকশন কমিটি,বিভিন্ন শাখা সংগঠনের প্রধানদের সাথেও বৈঠক করেন রাজ্য কংগ্রেসের ইনচার্জ গিরিশ চৌরাঙ্কর। পরে কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি ।সাংবাদিক সম্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা ।ডাবল ইঞ্জিনের প্রতি কটাক্ষ করে তিনি বলেন, দিল্লির বড় ইঞ্জিন কেবল প্রচার করেই বেড়ায়। আর রাজ্যের ছোট ইঞ্জিনের কাজ হচ্ছে বড় ইঞ্জিনকে সামনে তুলে ধরা। এর ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি ।এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রকল্পের প্রচারে ৮০% অর্থ ব্যয় করা হচ্ছে ।প্রকল্প রূপায়ণে অর্থ ব্যায়িত হচ্ছে না। এর ফলে রাজ্যের গ্রাম পাহাড়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন ।আর এই কারণেই আত্মহত্যা এবং শিশু বিক্রির মত ঘটনাবলী ঘটছে ।এই ধরনের ঘটনাগুলিকে লজ্জা জনক হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন ,কেন এই ধরনের ঘটনা ঘটছে তা তদন্ত করে বের করার জন্য হাই পাওয়ার কমিটি গঠন করা উচিত।সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব আরো জানান ,প্রদেশ কংগ্রেস লোকসভা নির্বাচনের জন্য তৈরি । লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের মিডিয়াসেলকেও সাজিয়ে তোলা হয়েছে। কংগ্রেসের বুথ কমিটি গুলিকে সংঘটিত করা হচ্ছে বলে জানান তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service