2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

স্বাধীনতা দিবসে তথ্য-সংস্কৃতি দপ্তর ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে শহরে রেলি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতা অর্জন করতে যারা আত্মত্যাগ করেছিলেন এবং স্বাধীনতার পরেও যারা বীর সৈনিকরা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি এবং দেশ মাতৃকার প্রতি সম্মান জানানোর জন্য এধরণের উদ্যোগ। হর ঘর তিরঙ্গা কর্মসূচীর অঙ্গ হিসেবে এই অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। রাজধানীতে বৃহস্পতিবার বিকেলে তিরঙ্গা রেলিতে উপস্থিত থেকে একথা বললেন তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী।

এদিন বিকেলে আগরতলা টাঊন হলে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বের হয় তিরঙ্গা রেলি।৭৮ তম স্বাধীনতা দিবসে তথ্য-সংস্কৃতি দপ্তর ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে হয় এই রেলি। শহরের বিভিন্ন ঘুরে টাঊন হলে গিয়ে শেষ হয়। রেলিতে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া সহ সংশ্লিষ্ট দুই দপ্তরের কর্মী- আধিকারিকরা অংশ নেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service