জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দশমীর উন্মাদনায় আবারও এক ২৪ বছরের তরতাজা যুবকের ঝরে গেল প্রাণ। মৃত যুবকের নাম কার্তিক নাথ। কিন্তু কিভাবে বা কি কারনে কার্তিকের মৃত্যু হল তা নিয়ে সংশয়ে পুলিশ কর্মকর্তারাও। ঘটনার বিবরণে জানা যায়, দশমীর রাতে বটরসী ওএনজিসি কমপ্লেক্সের ২ নং গেটের পাশের রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে থাকার খবর পেয়ে ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্মরত চিকিৎসকরা এই যুবককে মৃত বলে ঘোষণা করে। পরে এই খবর পেয়ে ধর্মনগর থানার ওসি নাড়ুগোপাল দেবের নেতৃত্বে পুলিশ বাহিনী হাসপাতালে গিয়ে তদন্ত করে জানতে পারে যে মৃত যুবকের নাম কার্তিক নাথ। বয়স ২৪ বছর। বাড়ি বিল্থই গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে। আরো জানা যায় যে কার্তিক ধর্মনগরের মধ্য বাজারের মুদির দোকান বিশাল নাথের দোকানের কর্মচারী। বিশাল নাথ নাকি কার্তিককে কৃষ্ণপুর জোর কালভার্ট এলাকায় আরেকজনের সাথে বাইকের পেছনে আসতে দেখে। কিছুটা দূরত্ব আসার পর দুর্ঘটনায় পড়ে। বিশাল এগিয়ে এসে দেখে কার্তিক পড়ে আছে। তবে কোন বাইক বা কে চালিয়েছিল কারোর কোন অস্তিত্ব পায়নি। তাই পুলিশের আশঙ্কা এই মৃত্যুর পেছনে দুর্ঘটনা জনিত কারণ জড়িয়ে আছে। যদিও দুর্ঘটনার কোন ধরনের প্রমাণ তাদের হাতে এসে পৌঁছায়নি। এদিকে একাদশীর দিন সকালে অর্থাৎ বুধবার সকালে কদমতলা থানার ব্রজেন্দ্রনগর এলাকার ২৭ বছরের যুবক দেবজ্যোতি দাসকে চিকিৎসার জন্য তার পরিবারের লোকজন নিয়ে আসে ধর্মনগর হাসপাতালে।দেবজ্যোতির আঘাত এতটাই বেশি যে কথা পর্যন্ত বলতে পারছে না।অবস্থা বেগতিক দেখে জেলা হাসপাতালের চিকিৎসক তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। দেবজ্যোতিও মুদি দোকানের কর্মচারী। এখন দুটি ঘটনার সাথে কোন সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দেবজ্যোতি কথা বলতে পারলে তার কাছ থেকে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে পুলিশ আশাবাদী। এদিকে কার্তিক নাথের মৃত্যুকে নিয়ে রহস্য দেখা দিয়েছে যে এটা কি দুর্ঘটনা জনিত মৃত্যু, নাকি পরিকল্পিত খুন। যদিও পুলিশের সঠিক তদন্তেই বিষয়টি স্পষ্ট হবে। দশমীর রাতে রহস্যজনকভাবে এক যুবকের মৃত্যু এবং অপর আরো এক যুবক আহত হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
Leave feedback about this