2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

দলিত কন্যা হত্যাকারীর বিচার চাইছে সিপিএম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দলিত কন্যা দ্বীপাশ্রী দাসের হত্যাকাণ্ডে অভিযুক্তের বিচার চাইছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি । সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অভিযোগ সাবরুমের বিজেপি নেতা বিপ্লব সেন দলিত কন্যা দীপাশ্রী দাসকে হত্যা করেছে । এই অভিযোগ নিয়ে সিপিআইএম নেতা রতন দাসের নেতৃত্বে পুলিশ মহানির্দেশক কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় । এদিনের বিক্ষোভ কর্মসূচির শেষে সিপিআইএমের ৫ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল পুলিশ মহা নির্দেশক অফিসের পুলিশ আধিকারিকদের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছে ।এই ডেপুটেশন থেকে সিপিআইএম আওয়াজ তুলেছে দলিত কন্যা হত্যাকারীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা ।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service