জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৬ই ফেব্রুয়ারী ২০২৫ খুমলুং স্থিত টি.টি.এ.এ.ডি.সি.-র প্রিন্সিপাল অফিসার ভবনে একটি হেল্পডেস্কের শুভ সুচনা করে। এই হেল্পডেস্ক মূলত জনসাধারণকে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করতে সহায়ক হবে। তাছাড়াও বিভিন্ন সরকারী এবং বেসরকারী স্বাস্থ্য পরিসেবা কেন্দ্র এবং অন্যান্য কলকারখানা পরিচালনার জন্য Consent সার্টিফিকেট আবেদন করার ক্ষেত্রে এই হেল্পডেস্ক সম্পূর্ণভাবে জনগণকে সাহায্য করবে। তদুপরি, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমীক্ষা এবং অভিযোগগুলিও এইখানে লিপিবদ্ধ করা যাবে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। ![]()
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মাননীয় মন্ত্রী, শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টি.টি.এ.এ.ডি.সি.-র মাননীয় মুখ্য কার্যনির্বাহী সদস্য, শ্রী পূর্ণ চন্দ্র জমাতিয়া মহোদয়। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী অনন্ত দেববর্মা, মাননীয় কার্যনির্বাহী সদস্য, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিভাগ, টি.টি.এ.এ.ডি.সি., শ্রী চন্দ্র কুমার জমাতিয়া, আই এ এস, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, টি.টি.এ.এ.ডি.সি. এবং মঃ মুসলেমউদ্দিন আহমেদ, অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, টি.টি.এ.এ.ডি.সি.। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অধিকর্তা, শ্রী মহেন্দর সিং, আই এফ এস এবং টি.টি.এ.এ.ডি.সি.-র বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিভাগের প্রিন্সিপ্যাল অফিসার শ্রী সুধন দেববর্মা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অধিকর্তা, শ্রী মহেন্দর সিং, আই এফ এস্। তিনি তার বক্তব্যে এই হেল্পডেস্ক কিভাবে জনগণের সহায়ক হবে তার উপর আলোকপাত করেন। শ্রী, সুধন দেববর্মী, টি.টি.এ.এ.ডি.সি.-এর বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিভাগের প্রিন্সিপাল অফিসার হেল্পডেস্কের ভূমিকার উপর জোর দিয়ে বলেন যে, এই সুবিধাটি সরকার এবং জনগণের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করবে। TTAADC-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, শ্রী চন্দ্র কুমার জমাতিয়া তাঁর বক্তব্যে এই প্রচেষ্টার প্রশংসা করে বলেন যে, এই হেল্পডেস্ক জনগণকে পরিবেশের প্রতি অধিক আগ্রহশীল করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে।
TTAADC-র বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিভাগের মাননীয় কার্যনির্বাহী সদস্য শ্রী অনন্ত দেববর্মা এই উদ্যোগের দীর্ঘমেয়াদী সুবিধার কথা তুলে ধরে বলেন যে, পরিবেশবিষয়ক শিক্ষা এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য জনগণের কাছে সহজলভ্য করে তলার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। TTAADC-র মাননীয় মুখ্য কার্যনির্বাহী নির্বাহী সদস্য শ্রী. পূর্ণ চন্দ্র জমাতিয়া এই হেল্পডেস্কের উপর তার বিশ্বাস ব্যক্ত করে বলেন যে জনগন যদি তার সঠিক ব্যবহার করতে পারে তাহলে এর থেকে তারা অনেক লাভবান হবে।
অনুষ্ঠানের উদ্বোধক ত্রিপুরা সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মাননীয় মন্ত্রী, শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় পরিবেশ সুরক্ষায় জনগণকে অনুপ্রানিত করতে সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে মাননীয় মন্ত্রী বলেন যে এই এলাকার জনগণের সুবিধার্থেই এই হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে এবং জনগন নিশ্চিত ভাবে এর থেকে উপকৃত হবেন। এই হেল্পডেস্ক সরকারের ইজ অফ ডুয়িং বিজনেস কর্মসূচী রূপায়নে সহায়ক হবে। এই হেল্পডেস্ক পরিবেশ বিষয়ক বিভিন্ন ধরনের সমীক্ষা এবং তার কার্যপ্রণালী তৈরিতে সহায়ক হবে। এছাড়া তিনি ঘোষণা করেন যে TTAADC-র প্রধান কার্যালয়ে একটি ম্যানুয়াল আম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন স্থাপন করা হবে যাতে করে এই এলাকার বায়ুর গুনমান সঠিক ভাবে পারিমাপ করা যায়।
সর্বশেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ডঃ বিশু কর্মকার বলেন এইধরনের উদ্যোগ সমস্ত জনসাধারন বিশেষত এই এলাকার জনগণের জন্য বিশেষভাবে সহায়ক হবে। সেই জন্য তিনি জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
Leave feedback about this