2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সাংবাদিক সম্মেলন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে তাদের বেশ কয়েকটি দাবি নিয়ে আগরতলা প্রেস ক্লাবে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে এদিন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারি অজয় পাল তাদের দাবি গুলি রাজ্য সরকারের উদ্দেশ্যে তুলে ধরেন। তিনি এদিন বলেন টেট ওয়ান, টেট টু থেকে নো অবজেকশন নিয়ে এস টি জি টি, এবং এস টি পি জি টি তে আসার পর দফতরের আধিকারিকরা বলছেন তাদের চাকুরির মেয়াদ গণনা করা হবে পরের চাকরি থেকে। অর্থাৎ টেট ওয়ান, টেট টু থেকে কাউন্ট করে পাঁচ বছর হলে রেগুলার করা হবে। এই নিয়ম সারা দেশে কোথাও নেই। প্রথম চাকরি পাবার দিন থেকে কাউন্ট করে তাদের রেগুলার করার ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই তারা দপ্তরের অধিকর্তার প্রতি ডেপুটেশন দেওয়া হবে। এদিকটি মুখ্যমন্ত্রীর প্রতি এদিন দৃষ্টি আকর্ষণ করা হয়। তাদের দাবি এই বৈষম্য দূরীকরণ করতে হবে। এছাড়াও এদিন তিনি স্পেশাল এডুকেশন নিয়ে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি করছেন তাদের প্রতি বৈষম্য দূরীকরণে এবং এন পি এস নিয়েও তাদের বক্তব্য তুলে ধরেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service