জনতার কলম আগরতলা প্রতিনিধি:- ৫১ পীঠের অন্যতম শক্তিপীঠ ত্রিপুরাসুন্দরী মন্দিরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে রাজ্যের ইতিহাসে একটি মাইলফলক বলে অভিমত ব্যক্ত করেন।
পাশাপাশি ত্রিপুরাসুন্দরী মন্দিরকে বিশ্বের দরবারে তুলে ধরার ফলে রাজ্যে দেশ বিদেশের পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেও মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। ব্যস্ততার মধ্যেও দেশের প্রধানমন্ত্রীর আগমন রাজ্যের জনগণের প্রতি তাঁর আন্তরিকতা, আস্থা ও বিশ্বাস প্রতিফলিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে ত্রিপুরাসুন্দরী মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ৩৬.৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়। এছাড়াও রাজ্য সরকার থেকে ১৭.৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়।
Leave feedback about this