2025-01-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

ত্রিপুরায় একটি মেডিকেল হাব গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে সরকার : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে একটি মেডিকেল হাব গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে সরকার। সেই লক্ষ্যেই চলছে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কাজ। আরও মানুষকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনার চেষ্টা করছে সরকার। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজে ৭৯টি পোস্ট গ্র্যাজুয়েট আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মেডিকেলে ১০০ আসনের জায়গায়। ১২৫টি আসন করা হয়েছে। মাত্র কিছুদিন আগে নার্সিং কলেজের যাত্রা শুরু হয়েছে। ডেন্টাল কলেজ শুরু হয়ে গিয়েছে। এদিকে হাঁপানিয়া মেডিকেল কলেজেও ১০০ জন ছেলেমেয়ে মেডিকেল পড়তে পারবে। অনুরূপভাবে ধরাই জেলা সদর আমবাসাতেও মেডিকেল কলেজ গড়ে তোলার প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে রাজ্য সরকার চাইছে একটি মেডিকেল হাব গড়ে তুলতে। যাতে করে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষদের আর দুর্ভোগ না পোহাতে হয়। রবিবার শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দল ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা |মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যপরিসেবা থেকে যাতে সাধারণ মানুষ বঞ্চিত না হয় তার জন্য এবারের বাজেটে ৫৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১৩ লক্ষ মানুষকে স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়েছে। আরও দুই লক্ষ মানুষকে সেটেলমেন্টের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে। সরকার এই প্রয়াস অব্যাহত রাখবে। সরকার চাইছে এই সরকার যেন মানুষের সঙ্গে সরকার বান্ধব হয়ে থাকতে পারে। মানুষের সমস্যা সমাধানের লোককেই এগিয়ে চলেছে বর্তমান সরকার। মানুষের সরকারি সহায়তা পেতে যাতে করে কোনও অসুবিধা না হয় সেজন্য আধিকারিকদের ও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য,ও মেয়র দীপক মজুমদার। এছাড়াও দুটি সামাজিক সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service