2025-01-08
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

তেলিয়ামুড়ায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেলিয়ামুড়া থানা এলাকার ডি এম কলোনির ক্যানেলে জল কাঁদায় একাকার এক মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত ব্যক্তি তেলিয়ামুড়া থানাধিন মাইগঙ্গা এলকার চৈতন্য বিশ্বাস (৪০)বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায় ১৯ ডিসেম্বর সকাল আনুমানিক সাত টার কিছু পরে স্থানীয়রা ডি এম কলোনির ক্যানেল এর মধ্যে অজ্ঞাত পরিচয় এক মৃতদেহ দেখতে পায়। মৃতদেহ জল কাদায় এতটা একাকার ছিল এবং তার মুখে পরনের কাপড়টা এরকম ভাবে গিয়ে ছিল যে দূর থেকে চেনা দায় ছিল। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা, তেলিয়ামুড়া থানার ওসি ডিএসপি সুব্রত চক্রবর্তী, সেকেন্ড অফিসার নন্দন বৈদ্য সহ থানার পুলিশ উপস্থিত হন। পরবর্তী সময়ে স্থানীয় মানুষের উপস্থিতিতে সনাক্ত করণ করা হয় যে সংশ্লিষ্ট মৃতদেহটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরবর্তী মাইগঙ্গার জনৈক চৈতন্য বিশ্বাসের, আরও জানা গেছে চৈতন্য বিশ্বাস পেশায় একজন কাঠমিস্ত্রি ছিল এবং সে প্রায়ই অত্যধিক হারে মদ্যপান করত।

শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া থানার পুলিশ ময়না তদন্তের জন্য মহকুমা হাসপাতালে নিয়ে গেছে। আপাতত ঘটনার কিভাবে হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও অনুমান করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানের কারণেই এই ঘটনা হতে পারে, যদিও পুলিশের দাবি তদন্ত চলছে এবং ময়নাতদন্তের পর গোটা বিষয়টা সামনে আসবে।

 

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service