2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

তিন কোটি টাকা ব্যয়ে হচ্ছে অত্যাধুনিক চা ফ্যাক্টরি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সিমনায় গড়ে উঠবে অত্যাধুনিক টি ফ্যাক্টরি। এক কোটি টাকা ব্যয়ে মাছমারাতে গড়ে উঠবে মিনি টি ফ্যাক্টরি। বাজারজাত করা হয়েছে ত্রিপুরেশ্বরী প্রিমিয়াম টি প্যাকেট। জানিয়েছেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা। গত ছয় বছরে রাজ্যের চা শিল্পের ব্যাপক উন্নয়ন হয়েছে। ২ হাজার ৫৬টি রেশন শপের মাধ্যমে সারা রাজ্যে পৌঁছে দেওয়া হয়েছে ত্রিপুরেশ্বরী টি। যা ইতিমধ্যেই গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি অর্থ বর্ষে এন ই সি বরাদ্দ অর্থে সিমনাতে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে, গড়ে উঠবে অত্যাধুনিক টি ফ্যাক্টরি। যার ফলে চা শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক কর্মচারীরা আরো বেশি লাভবান হবে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা। চেয়ারম্যান সন্তোষ সাহা আরও জানান, একই অর্থবর্ষে মাছমারাতে গড়ে তোলা হবে মিনি টি ফ্যাক্টরি। যার জন্য ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই সেই টাকা টিআইডিসির হাতে তুলে দেওয়া হয়েছে |টিআইডিসি এই মিনি টি ফ্যাক্টরিটি গড়ে তুলবে। এদিকে এই বছরেই ত্রিপুরা চা উন্নয়ন নিগম বাজারজাত করেছে ত্রিপুরেশ্বরী প্রিমিয়াম টি প্যাকেট। খোলা বাজারে যে কোন মানুষ স্বল্প মূল্যে প্রিমেয়াম টি কিনতে পারবে। এছাড়াও রেশন দোকান থেকে প্রত্যেকের প্রয়োজন মত চা-পাতা সংগ্রহ করতে পারবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান সন্তোষ সাহা। প্রসঙ্গত ত্রিপুরায় উৎপাদিত চা ইতিমধ্যেই রাজ্য ও বহির রাজ্যে সুস্বাদু ও গুণগতমানের জন্য প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে যে পরিমাণ বাজারজাত হচ্ছে আগামী দিনে তার থেকেও বহুগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যেই চা শ্রমিকদের বাসস্থানের বন্দোবস্ত দিয়েছে। ফলে জীবনমান পাল্টাতে চলেছে চা শ্রমিকদের।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service