2024-12-04
agartala,tripura
খেলা রাজ্য

তিনদিন ব্যাপী উত্তর-পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতার সমাপ্তি তথা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গেলেন মন্ত্রী সুধাংশু দাস 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাড়া জাগিয়ে শেষ হল দৃষ্টিহীনদের পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা।আগরতলা প্রেস ক্লাবে হয়েছে তিনদিন ব্যাপী আসর। সর্বভারতীয় সংগঠন ও অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মোট ৪৩ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সোমবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম জেলার সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা।

সমাপ্তি অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও যারা প্রতিযোগিতায় সফল হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন দৃষ্টিহীন দাবা খেলোয়াড়রা নিজেদের ইচ্ছা শক্তির মাধ্যমে এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এটা প্রশংসনীয়। দাবা খেলা খেলতে হয় বুদ্ধি ও জ্ঞানের মাধ্যমে। ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service