2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

ড্রাগস বিরোধী সচেতনতা মূলক কর্মসূচী রাজধানীর বোধজং স্কুলের পড়ুয়াদের নিয়ে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সর্বত্র ড্রাগসের ছড়াছড়ি। স্কুল- কলেজের একাংশ পড়ুয়াও ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাই এই মারণব্যাধি ড্রাগসের থেকে সকলকে দূরে রাখতে প্রয়োজন সচেতনতা মূলক কর্মসূচী। বিদ্যালয় গুলিতে শিক্ষা সপ্তাহের তৃতীয় দিনে স্পোর্টস ডে পালন করা হয়।

এরই অঙ্গ হিসেবে ড্রাগস বিরোধী সচেতনতা মূলক কর্মসূচী নেওয়া হয়। বুধবার বিভিন্ন বিদ্যালয়ে হয় মানব বন্ধন ড্রাগসের বিরুদ্ধে। এদিন রাজধানীর বোধজং বয়েজের সামনে হয় মানব বন্ধন কর্মসূচী ড্রাগসের বিরুদ্ধে সচেতনতার বার্তা দিতে।

মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ বিদ্যালয় শিক্ষক- শিক্ষিকারা। এদিনের মানব বন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেন। ছাত্র- ছাত্রীদের মধ্যে বেশ সাড়া পড়ে।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service