জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইতিহাস গড়ে ডোনাল্ড ট্রাম্পের রাজকীয় প্রত্যাবর্তন। হ্যারিসকে ফুঁ দিয়ে উড়িয়ে দিলো ট্রাম্প, হলেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।একবার হেরে গিয়ে আবারও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এর মধ্য দিয়ে ১৩২ বছরের রেকর্ড ভাঙলেন ট্রাম্প।
ম্যাজিক ফিগার ২৭০ ইলেক্টোরাল ভোটের বেশি পেয়ে রিপাবলিকান শিবিরে চলছে বাঁধভাঙা উল্লাস। সিনেটেও তাদের সংখ্যাগরিষ্ঠতা। বিজয় নিশ্চিতের মঙ্গলবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন।
এ সময়ে মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তাঁর রানিংমেট জে ডি ভান্স। ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের জন্য এটি চমৎকার জয়। এটা আমাদের আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে।’এটি আমেরিকার স্বর্ণযুগ হবে বলেন তিনি।
তিনি মেলানিয়ার লেখা বইয়ের প্রশংসা করেন। বলেন, বইটি ‘আমেরিকার সর্বাধিক বিক্রিত বইয়ের একটি। তিনি (মেলানিয়া) দারুণ কাজ করেছেন। তিনি জনগণকে সাহায্য করতে কঠোর পরিশ্রম করেন।’ নিজের সন্তানদের অভূতপূর্ব বলে উল্লেখ করেন তাদের ধন্যবাদ জানান ট্রাম্প।
তিনি প্রত্যেক সন্তানের নাম ধরে ডাকেন। তাঁরা মঞ্চে এসে দাঁড়ান।এরপর ট্রাম্প তাঁর রানিংমেট জে ডি ভান্সকে শুভেচ্ছা জানান এবং বলেন, তিনি (ভান্স) যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন।
Leave feedback about this