জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডেঙ্গুর বাড়াবাড়ি শুরু হতেই ধনপুরে কাজে নেমে পড়েছে হেলথ টিম। সাহায্য করছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন এবং অন্যান্যরা। ডেঙ্গু আক্রান্ত এরিয়াতে স্বাস্থ্যকর্মীরা নিরলস কাজ করছে। হেলথ ক্যাম্প বসানো হচ্ছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। রোগী থাকলে তাদের দ্রুত ডায়াগনেসিস করা হচ্ছে। সিরিয়াস হলে হাসপাতালে পাঠানো হচ্ছে। ধনপুর স্বাস্থ্যকেন্দ্রে শিশু বিশেষজ্ঞ , মেডিসিন বিশেষজ্ঞ পাঠানো হয়েছে আগরতলা মেডিকেল কলেজ থেকে। সেখান থেকে আবার রেপিড রেসপন্স টিম আক্রান্ত এলাকায় ছুটে যাচ্ছেন। তারা খুঁজে দেখছেন রোগের কারণ কি, কোথায় উৎস। এটাকে নির্মূল করতে হলে কোথায় কাজ করতে হবে , সেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থলবন্দরগুলোতে হেলথ টিম বসানো হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য আধিকারিকদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য সরবরাহ করা হয়েছে।
রাজ্য
স্বাস্থ্য
ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরের
- by janatar kalam
- 2023-08-03
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this