জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রবিবার ত্রিপুরা জুড়ে গভীর শ্রদ্ধা ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৭তম পর্ব। এই উপলক্ষে ৯-বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বুথ নং ৪-এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, যিনি দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একত্রে প্রধানমন্ত্রী মোদীর বার্তা শ্রবণ করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী চৌধুরী বলেন, “মন কি বাত” শুধুমাত্র একটি রেডিও অনুষ্ঠান নয়, এটি সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি সংযোগের সেতুবন্ধন। প্রতি মাসের শেষ রবিবার আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই অনুষ্ঠান শুনি — আজকের ১২৭তম পর্বও ছিল তেমনই অনুপ্রেরণামূলক।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের বৈচিত্র্যময় উৎসব, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের যে বার্তা দেন, তা গোটা ভারতকে একসূত্রে বেঁধে রাখে। “দেশের প্রতিটি রাজ্যের নিজস্ব রীতি-রেওয়াজ, কিন্তু প্রধানমন্ত্রী মোদীর বার্তা আমাদের সবাইকে একত্র করে জাতীয় গৌরবের বন্ধনে আবদ্ধ করে,” মন্তব্য করেন তিনি।
সুশান্ত চৌধুরী প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভর ভারত, নারী ও যুবশক্তির ক্ষমতায়ন এবং ‘ভোকাল ফর লোকাল’-এর মতো উদ্যোগের প্রশংসা করে বলেন, “প্রধানমন্ত্রী আমাদের শেখাচ্ছেন কীভাবে নিজেদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করতে হবে।”
অনুষ্ঠানের বিশেষ অংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় গান ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন এবং গানটিকে ভারতের ঐতিহ্য ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি দেশের বিভিন্ন প্রান্তের অনুপ্রেরণাদায়ক উদ্যোগ যেমন গুজরাটে ম্যানগ্রোভ সংরক্ষণ, ছত্তীসগড়ে Garbage Café প্রকল্প, এবং বেঙ্গালুরুতে হ্রদ পুনরুজ্জীবন কর্মসূচির কথাও তুলে ধরেন।
মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “এক সময় উত্তর-পূর্ব ভারত ছিল উপেক্ষিত অঞ্চল, কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ‘লুক ইস্ট’ নীতির কারণে ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্ব দ্রুত অগ্রগতির পথে। ডাবল ইঞ্জিন সরকার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে।”
অনুষ্ঠানে বিজেপি কর্মী, স্থানীয় মানুষ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বত্রই ছিল উচ্ছ্বাস, দেশপ্রেম এবং ঐক্যের আবহ।





Leave feedback about this