2024-12-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ত্রিপুরার কেউ হতাহতের খবর নেই, দুর্ঘটনা স্থলে রাজ্য থেকে পাঠানো হয়েছে টিম : মুখ্যমন্ত্রীর সচিব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রেন দুর্ঘটনা স্থলে রাজ্য থেকে পাঠানো হয়েছে একটি টিম। ত্রিপুরার কেউ আহত হলে তাদের চিকিৎসার যাবতীয় দেখাশোনা করবে রাজ্য সরকারের পাঠানো এই টিমের লোকজন। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পরে দুপুরে সাংবাদিক সম্মেলন করেন প্রশাসনের আধিকারিকরা।

উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের সচিব ইউ কে চাকমা, পরিবহণ দপ্তরের অতিরিক্ত সচিব,রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব। মুখ্যমন্ত্রীর সচিব জানান, রাজ্যের কেউ আহত হলে তাদের চিকিৎসার খোঁজখবর রাখতে রাজ্য থেকে টিম গেছে। তবে এখন পর্যন্ত ত্রিপুরার কেউ হতাহতের খবর নেই।ত্রিপুরা সরকারের তরফেও হেল্প লাইন চালু করা হয়েছে।

তিনি জানান ট্রেন দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও উত্তর-পূর্ব রেলের লোকজন। তদারকি করছেন রেলের আধিকারিকরা। সচিব আরও জানান এই ট্রেন দুর্ঘটনায় রাজ্যের কেউ মারা গেলে দুই লাখ টাকা পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি কেউ আহত হলে চিকিৎসার পুরো ব্যয়ভার সরকার বহন করবে। এদিকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে মালবাহী ট্রেনের সাথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষের বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব -এর সাথে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন উদ্ধার কাজ পুরোদমে চলছে এবং আশ্বাস দিয়েছেন যে ক্ষতিগ্রস্থদের এবং তাদের পরিবারকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকার সকাল থেকে একটানা পরিস্থিতির উপর নজর রাখছে।কলকাতা ত্রিপুরা ভবনের আধিকারিকদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও পুনর্বাসনের যথাযথ পর্যবেক্ষণের জন্য দুর্ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service