2024-12-21
Ramnagar, Agartala,Tripura
পর্যটন রাজ্য

‘ট্যুরিজম প্রমো ফেস্ট’ -এর সফলতা নিয়ে পর্যটন দপ্তরের কর্মীদের নিয়ে বৈঠকে পর্যটনমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৪ই ডিসেম্বর এক ঐতিহাসিক কনসার্টের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে রাজ্যের পর্যটন দপ্তর আয়োজিত ‘ট্যুরিজম প্রমো ফেস্ট’। এই প্রমো ফেস্টকে সফলভাবে সম্পন্ন করার জন্য দপ্তরের আধিকারিক থেকে শুরু করে সকল স্তরের কর্মচারীদের অভিনন্দন জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

১৪ই ডিসেম্বর এক ঐতিহাসিক কনসার্টের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে রাজ্যের পর্যটন দপ্তর আয়োজিত ‘ট্যুরিজম প্রমো ফেস্ট’। এই প্রমো ফেস্টকে সফলভাবে সম্পন্ন করার জন্য দপ্তরের আধিকারিক থেকে শুরু করে সকল স্তরের কর্মচারীদের অভিনন্দন জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার দপ্তরের কার্যালয়ে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে দপ্তরের কর্মীদের অভিনন্দন জানান মন্ত্রী।

উল্লেখ্য, রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে গত ৩রা ডিসেম্বর থেকে ডুম্বুরের নারিকেল কুঞ্জে শুরু হয়েছিলো ১১দিন ব্যাপী ট্যুরিজম প্রমো ফেস্ট। নারিকেল কুঞ্জ, জম্পুই পাহাড় এবং নীরমহলের পর গত ১৪ই ডিসেম্বর এক ঐতিহাসিক কনসার্টের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ‘ট্যুরিজম প্রমো ফেস্ট’। এই কনসার্টে সুরের জাদুতে সকলকে মোহিত করতে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। এই কনসার্ট রাজ্যের পূর্বের সমস্ত লাইভ কনসার্টের রেকর্ডকে ছাপিয়ে গেছে।

পর্যটন দপ্তরের উদ্যোগে প্রায় ৫০ হাজার লোকের লক্ষ্যমাত্রা স্থির করা হলেও,এই কনসার্টে ৫০ হাজারেরও অধিক লোকের সমাগম ঘটে। রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই কনসার্টে ছুটে আসেন। সবমিলিয়ে চূড়ান্ত সফলতার মধ্য দিয়ে সমাপ্ত হয় রাজ্যের পর্যটন দপ্তর আয়োজিত ‘ট্যুরিজম প্রমো ফেস্ট’। মঙ্গলবার পর্যালোচনা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখী হয়ে পর্যটন মন্ত্রী বলেন, দপ্তরের এই আয়োজনকে সফল করতে আধিকারিক থেকে শুরু করে প্রতিটি স্তরের কর্মী দিন-রাত এক করে পরিশ্রম করেছেন।

তাই তাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানোর লক্ষ্যে এই বৈঠকের ডাক দিয়েছেন তিনি। আগামী দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন দপ্তর আরো বৃহৎ আকারে কর্মসূচি অনুষ্ঠিত করবে বলে জানান তিনি। আগামীদিনে রাজ্যের পর্যটন ব্যবস্থাকে কিভাবে আরো উন্নততর করা যায় সেই বিষয়েও এদিন বিস্তারিত আলোচনা হয়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service