2025-02-24
Ramnagar, Agartala,Tripura
খেলা রাজ্য

টেনিস টুর্নামেন্টের সূচনা করবেন রাজ্যপাল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার টেনিস এসোসিয়েশনের উদ্যোগে এই প্রথম বারের মতন এশিয়ান সিক্সটিন এন্ড আন্ডার রেংকিং জুনিয়ার টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে স্টেট টেনিস কমপ্লেক্স মালঞ্চ নিবাসে । রবিবার টুর্নামেন্টের সূচনা করবেন রাজ্যপাল নোল্লু ইন্দ্র সেনারেড্ডি। এক সাংবাদিক বৈঠকে জানালেন ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় ও ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি প্রবীণ কুমার নারেক ।এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি বিধান রায় , সহ-সভাপতি কনক চৌধুরী ,তড়িৎ রায়, জেনারেল সেক্রেটারি অরূপ সাহা , কোষাধ্যক্ষ চিন্ময় দেববর্মা । এছাড়াও উপস্থিত ছিলেন মৃন্ময় সেনগুপ্ত , অমীয় কুমার দাস , বিশিষ্ট চিকিৎসক কনক নারায়ণ ভট্টাচার্য প্রমুখ ।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service