2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

টিএসএফের ডাকা ১২ ঘণ্টার বনধয়ের কোন সাড়া পড়েনি কৈলাশহরে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টিএসএফের ডাকা ১২ ঘণ্টার ত্রিপুরা বনধয়ের কোন সাড়া পড়েনি কৈলাশহরে। সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানালেন বিজেপি উনকোটি জেলা সভাপতি আখতারুল হোসেন। জেলা সভাপতি জানান কৈলা শহরে টিএসএফ, এবং যারা এই বনধকে সমর্থন করেছেএন এস ইউ আই ও তিপড়া মথার কোন অস্তিত্ব নেই। কৈলাশহরের মানুষ জানেই না আজকে কিসের বনধ। তাদের ডাকা এই বনধ সম্পূর্ণ সংবিধানবিরোধী এবং গণতন্ত্র বিরোধী। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কৈলাশহর বিজেপি মন্ডলের সহ-সভাপতি মতাসির আহমেদ, টিলাগাঁও বিজেপি দলের শক্তি কেন্দ্রের ইনচার্জ আব্দুল মুনিম প্রমুখ।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service