2024-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ দেশ

ঝাড়খণ্ডে বড় রেল দুর্ঘটনা, চক্রধরপুরে হাওড়া-মুম্বই মেলের ১৮টি বগি লাইনচ্যুত, দুইজনের মৃত্যু, আহত প্রায় ১০০

জনতার কলম ওয়েবডেস্ক :- ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বাই মেলের ১৮ টি বগি লাইনচ্যুত হওয়ায় ২জন নিহত, কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের সেরাকেলা-খরসাওয়ান জেলায় হাওড়া-মুম্বাই মেলের অন্তত ১৮টি বগি লাইনচ্যুত হয়ে এতে ২জন মারা গেছেন এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে, রেল বিভাগ হেল্পলাইন নম্বর জারি করেছে।

ঝাড়খণ্ডের জামশেদপুরে এই এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয় এবং একটি মাল ট্রেনের সাথে সংঘর্ষ হয় বলে জানা গেছে। এসইআর-এর অন্য একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আহত যাত্রীদের বারাবাম্বুতে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য চক্রধরপুরে নিয়ে যাওয়া হয়েছে।’

এর মধ্যে ১৬টি যাত্রীবাহী কোচ, একটি পাওয়ার কার ও একটি প্যান্ট্রি কার ছিল বলে জানান তিনি, উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার কারণে, SER মঙ্গলবার ২২৮৬১ হাওড়া-তিতলাগড়-কান্তবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস এবং ১২০২১ হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সহ কয়েকটি এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে। বারাবাম্বু স্টেশনের কাছে দুর্ঘটনার কারণে অন্য কয়েকটি ট্রেন মাঝপথে থামিয়ে দেওয়া হয় বা অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল বলে জানা যায়।

 

ঘটনার পর জারি করা হেল্প লাইন নম্বর-

মুম্বাই 022-22694040 এর জন্য,

ভুসাভালের জন্য 08799982712,

নাগপুরের জন্য 7757912790,

টাটা 0657-2290324 এর জন্য,

চক্রধরপুরের জন্য 06587-238072,

রাউরকেলার জন্য 0661-2501072 এবং 0661-2500244

ঝাড়সুগুড়ার জন্য নম্বর হল 06645-272530৷

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service