জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ৯ই মার্চ রাজ্য বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলা মহাজনসভা ও রেলিকে সামনে রেখে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজীব ভট্টাচার্য সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, কৃষি মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।
উল্লেখিত মহাজনসভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। এদিনের সাংবাদিক বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান জনতার সামনে তুলে ধরা যার জন্য জেলা মন্ডল ও বুথ স্তরের সমস্ত কার্যকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। আগামী ৯ই মার্চ জনসভা কে কেন্দ্র করে ৯ জনের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে যার নেতৃত্বে রয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বলা চলে রাজ্যের উত্তর থেকে শুরু করে দক্ষিণের সর্বত্র বিজেপি নানা ধরণের সাংগঠনিক কর্মসূচী চালিয়ে যাচ্ছে।
এর মধ্যে আগামী ৯ই মার্চ রাজধানী শহর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দনে শাসক দলের বড় শরিক ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল জনসমাবেশ। আর জনসমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে ময়দানে অবতীর্ণ নেতা, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা।
Leave feedback about this