জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে বন্ধ করে দেওয়া হল মাত্র ৪ বছর আগে চালু করা আঞ্চলিক জেরিয়াট্রিক মেডিসিন বিভাগ। ফলে কাজ হারালেন স্বাস্থ্য কর্মীরা। শুক্রবার তারা বন্ধ বিভাগের সামনে বিক্ষোভ দেখান এবং মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন জানান তাদের ফের নিয়োগের।
বয়স্ক লোকদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য ভারত সরকার একটি কর্মসূচী হাতে নিয়েছিল। আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিতে ২০২০ সালে উদ্বোধন হয়েছিল আঞ্চলিক জেরিয়াট্রিক মেডিসিন বিভাগ। ৬০ বছরের ঊর্ধ্ব বয়স্কদের সেখানে রেখে পরিষেবা দেওয়া হতো। এই বিভাগে চিকিৎসক, নার্স সহ স্বসাথ্য কর্মী ছিলেন ২৯ জন। তাদের ১১ মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়।
এভাবে ৪ বছর কেটে যায়। কিন্তু চলতি বছরের ৩১ মার্চের পরে তাদের সঙ্গে আর কোন চুক্তি হয়নি। অভিযোগ তাদের জানিয়ে দেওয়া হয়েছে আর কাজ নেই। দিল্লি থেকে নাকি আর কোন ফাইল আসেনি।বিভাগের গেটে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফলে তিন- চার মাস ধরে তারা বেতন হীন। স্বাভাবিক ভাবেই কাজ হারিয়ে দিশাহীন হয়ে পড়েন তারা। তারা চাইছেন ফের বিভাগটি যাতে চালু করতে সরকার পদক্ষেপ নেয়।
Leave feedback about this