2025-10-09
Ramnagar, Agartala,Tripura
খেলা

জুডো জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন লিনথোই চানামবাম, ভারতের প্রথম পদক জয়

জনতার কলম ওয়েবডেস্ক :- জুডো খেলায় এক নতুন ইতিহাস রচনা করলেন ভারতের লিনথোই চানামবাম। পেরুর লিমায় আয়োজিত জুডো জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯ বছর বয়সী এই প্রতিভাবান খেলোয়াড় মহিলাদের ৬৩ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে নিলেন — যা এই প্রতিযোগিতায় ভারতের প্রথম পদক।

ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে লিনথোই নেদারল্যান্ডসের জোনি গেইলেন-কে পরাজিত করে পদক নিশ্চিত করেন। এর আগে গ্রুপ ডি–এর শেষ ম্যাচে তিনি জাপানের সো মরিচিকা-র কাছে হেরে যান। তবে মরিচিকা ফাইনালে পৌঁছনোর ফলে লিনথোই ‘রিপেচাজ’ রাউন্ডের মাধ্যমে ব্রোঞ্জ পদক লড়াইয়ে ফেরার সুযোগ পান এবং সেই সুযোগ কাজে লাগিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেন।

লিনথোইয়ের এই জয় ভারতের জুডো খেলায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম কোনও ভারতীয় খেলোয়াড় পদক জিতলেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service