জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিবি বাজার এলাকার উচ্ছেদকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার লক্ষ্যে ও বাজারটিকে পুনর নির্মাণ করার জন্য শুক্রবার এলাকার কর্পোরেটরদের নিয়ে এলাকাটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার । একই সঙ্গে জিবি বাজার থেকে এসডিও চৌমুহনী পর্যন্ত রাস্তাটি প্রশস্ত করার কাজ পরিদর্শন করেছেন মেয়র । বলেন খুব শীঘ্রই জিবি বাজার থেকে সাজিয়ে তোলা হবে পাশাপাশি যানজট কমাতে রাস্তা প্রশস্তের কাজ শুরু হয়ে গিয়েছে । আগামী কয়েক মাসের মধ্যে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হবে । তখন আর জিবি বাজার এলাকার মানুষের সমস্যা থাকবে না । যারা এই এলাকায় ব্যবসার উপর নির্ভর ছিল তাদের কথা চিন্তা করে নিগম এখনই কোন এক স্থানে অস্থায়ীভাবে ব্যবসা করার জন্য সুযোগ প্রদান করবে । ভবিষ্যতে তাদের জন্য স্থায়ীভাবে ব্যবসা করার জায়গার বন্দোবস্ত দেওয়া হবে । মেয়রের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি জিবি বাজার এলাকার উচ্ছেদকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ।
Leave feedback about this