জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইতিমধ্যে কিছু অভিযোগের ভিত্তিতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে জিবি হাসপাতালের বিরুদ্ধে। কিন্তু এবার স্বাস্থ্য পরিষেবা নয় এবার প্রশ্ন উঠেছে জিবি হাসপাতালে ডায়ালসিস বিভাগ নিয়ে। অভিযোগ উঠেছে রোগীদের মিলছে না সরকারি ঔষধ। তিনদিন পরপর বহু কিডনি রোগীর হাসপাতালে গিয়ে ডায়ালিসিস করতে হচ্ছে। দূরদূরান্ত থেকে বহু টাকা গাড়ি ভাড়া দিয়ে হাসপাতালে পরিষেবা নিতে আসছে। হাসপাতালে হেপাটাইটিস নামে যে ইনজেকশনটি আগে দেওয়া হতো সরকারি মূল্যে, সেটা এখন বন্ধ হয়ে গেছে। দীর্ঘ দুমাস ধরে হাসপাতালে গিয়ে রোগীদের এই ইঞ্জেকশন মিলছে না। বহুবার হাসপাতালে কর্মীদের এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা রোগীর পরিবারের লোকজনদের জানান, এ বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাসপাতালে ইনজেকশন প্রদান করা হলে রোগীরা আগের মতো বিনামূল্যে ইনজেকশনটি পাবে। কিন্তু হাসপাতাল থেকে সরকারিভাবে ইনজেকশনকে না পাওয়ার ৩৫০ টাকা দিয়ে হাসপাতালে বাইরে ওষুধের দোকান থেকে ইনজেকশন ক্রয় করতে হচ্ছে বহুরোগীর পরিবারের। মঙ্গলবার সংবাদমাধ্যমকে তারা জানিয়েছে তারা চিকিৎসার খরচ বহন করতেই হিমশিম খাচ্ছে। তার উপর দিয়ে আবার সরকারি ইনজেকশন হাসপাতালে বন্ধ হয়ে যাওয়ায় বড় সমস্যায় পড়েছে তারা।
রাজ্য
স্বাস্থ্য
জিবিতে রোগীদের মিলছে না সরকারি ঔষধ,চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে রোগীরা
- by janatar kalam
- 2023-11-21
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this