2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

জিবিতে চিকিৎসকের ভূমিকায় ক্ষোভ উগরে দেন বিজেপি নেতার পরিবারের সদস্যরা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ বিজেপির এক মণ্ডল সভাপতির পরিজনেরা। চিকিৎসকের ভূমিকায় ক্ষোভ উগরে দেন বিজেপি নেতার পরিবারের সদস্যরা। মোহনপুর মণ্ডলের বিজেপির সভাপতি ধিরেন্দ্র দেবনাথ। যে এলাকার বিধায়ক হলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য দাপুটে মন্ত্রী রতন লাল নাথ। অসুস্থতা নিয়ে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে আসেন ধিরেন্দ্র বাবু।

বৃহস্পতিবার উনাকে এক্সরে করাতে সংশ্লিষ্ট ওয়ার্ডে নিয়ে যান পরিজনেরা। তখনই খুব অসুস্থ হয়ে পড়েন তিনি। এতে ভয় পেয়ে যান পরিবারের লোকজন। তখন চিকিৎসককে ডেকে আনতে গেলে মণ্ডল সভাপতিকে দেখতে আসেননি বলে অভিযোগ।আরও অভিযোগ ধিরেন্দ্র দেবনাথের ছেলের সঙ্গে দুর্ব্যবহার করেছেন জনৈক চিকিৎসক।

ঘটনায় ক্ষোভ ছড়ায় মোহনপুর বিজেপি মণ্ডল সভাপতির পরিবারের সদস্যদের মধ্যে। এদিকে অভিযোগ উঠেছে রোগীর পরিজনেরা চিকিৎসককে আক্রমণের চেষ্টা করেছে। তবে প্রশ্ন উঠেছে শাসক দলের নেতার চিকিৎসার ক্ষেত্রে যদি এমন অবস্থা হয় সরকারি হাসপাতালে তাহলে সাধারণ মানুষের কি হবে তা সহজে অনুমেয়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service