2025-04-03
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জলের সমস্যায় ভোগছেন তুলাশিখর ব্লকের হলং মোতাইর জনজাতিরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- পানীয় জলের সমস্যায় ভোগছেন তুলাশিখর ব্লকের হলং মোতাইর জনজাতিরা। নির্বিকার প্রশাসন। বছর খানেক আগে একটি মিনি ডিপটিউবওয়েল বসানো হয়েছিল ডি ডব্লিউ এস দপ্তরের উদ্যোগে। কিন্তু এখনো এক ফোঁটা জলের দেখা নেই। পানীয় জলের সমস্যায় ভোগছেন জনজাতির। খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের হলং মোতাই এ ডি সি ভিলেজের টিলার দশ পরিবারের মানুষ জলকষ্টে দিনাতিপাত করছে।

পানীয় জলের প্রচণ্ড সমস্যা চলছে এই প্রান্তিক জনপদে। এডিসি ব্লক, ভিলেজ অফিস কেউ তাকাচ্ছে না পানীয় জলের সমস্যা সমাধানে। বহু সমস্যাদীর্ণ হলং মোতাই ভিলেজের টিলার ওপরের দশটি পরিবারের জলের জন্য অসহায় হয়ে পড়েছে। চৈত্র মাসের অর্ধেক শেষ। অনাবৃষ্টি চলছে। হলং মোতাই ভিলেজের মানুষ জলের যন্ত্রনায় কাতর। গ্রামের মানুষ জানালেন, নিজের। নিজেদের মধ্যে থেকে চাঁদা তুলে মোটর কিনেছিলেন। এতে করে কিছুটা সমস্যা সমাধান করা গেলেও এখন আবার সেই মোটরও নষ্ট।

অনেক বাড়ীতে নিজেদের পয়সায় হ্যাণ্ডপাম্প টিউবওয়েল বসানো হয়। কিন্তু এগুলোও এখন বেশীর ভাগই বিকল। এক বছরেরও অধিক সময় পার হয়ে গেল। একটি মিনি ডিপটিউবওয়েল বসানো হয়েছিল ডি ডব্লিউ এস দপ্তরের উদ্যোগে। কিন্তু এখনো এক ফোঁটা জলের দেখা নেই। এক বছর ধরে সমস্যা চললেও ডিডব্লিউ এস দপ্তরের কেউ আর আসে না। আর কত দিন পার হলে এই মিনি ডিপ টিউবওয়েলের জল মিলতে পারে জানিনা জিজ্ঞাসা এলাকা বাসির

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service