2025-01-10
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজনৈতিক রাজ্য

জমি দখল করে অসামাজিক কাজ করার অভিযোগ কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তীর বিরুদ্ধে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শাসক দলের কাউন্সিলর এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এবারে জমি দখল করে অসামাজিক কাজ করার অভিযোগ এক কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ সুমিত্রা সরকার নামের এক মহিলার। উনার জমি নাকি জবর দখল করে এক মহিলাকে ভাড়া দিয়ে রাতের বেলা পুরুষ ও মহিলার আসর বসানো হচ্ছে এলাকায়। ঘটনা আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল উদয় ভাস্কর চক্রবর্তীর বিরুদ্ধে।

ঘটনা রাজধানীর ডুকলি লোটাস ক্লাব সংলগ্ন এলাকায়। অভিযুক্ত কাউন্সিলরকে সহযোগিতা করছেন কানু বনিক নামে অপর এক রাষ্ট্রবাদী নেতা। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিলর তথা সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের ডুকলি এলাকার উদয় ভাস্কর চক্রবর্তীর বিরুদ্ধে জোর জবর দস্তি বাড়ি দখল করে ওই বাড়িতে মক্ষি-রানীর আসর চালানোর অভিযোগ!

এমনিই গুরুতর অভিযোগ বাড়ির মালিক সুমিত্রা সরকারের! এলাকার মানুষের দ্বারস্থ হয়েছেন সেই বাড়ির মালিক। কিন্তু সেখানে বিচার না পেয়ে বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের দ্বারস্থ হন তিনি। মহিলা তার নিজ বক্তব্যে বলেছেন উদয় ভাস্করের সাথে ওই এলাকার প্রাক্তন বুথ প্রেসিডেন্ট তথা বিজেপির নাম ভাঙিয়ে খাওয়া লম্পট নেতা কানু বনিকও জড়িত আছে উক্ত ঘটনায়।

তিনি তার বক্তব্যে বলেন একাধিক মহিলা এবং একাধিক পুরুষ একসাথে ওই বাড়িতে রাতে আনন্দ ফুর্তি করে। যা অসামাজিকতার লক্ষণ। তাই আজ বাধ্য হয়ে উনি সাংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন এবং সুষ্ঠু বিচারের দাবি জানান। যদিও এই ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ঠ কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তিনি এর তীব্র প্রতিবাদ জানান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service