2025-04-03
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

জমি কেলেঙ্কারি বিষয়ে সিবিআই তদন্তের দাবি সুদীপের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে কোটি কোটি টাকার জমি কেলেঙ্কারীর ঘটনা ঘটেছে। এর সাথে যুক্ত রয়েছেন অনেকে। রাজ্যের স্বার্থে জমি কেলেঙ্কারীর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সুদীপ রায় বর্মন বলেন এই কেলেঙ্কারীর সাথে রাজনীতির কোন যোগাযোগ নেই। বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউ জড়িত নয়।

তবে একটি চক্র এই কেলেঙ্কারীর সাথে যুক্ত। তিনি রাজ্যের স্বার্থে জমি কেলেঙ্কারীর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান। অবৈধভাবে জমি নামজারি হস্তান্তর বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন রাজ্যের বিভিন্ন জায়গায় জমি কেলেংকারী হয়েছে।

এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ অত্যন্ত জরুরী। জমি মাফিয়াদেরও উপদ্রব বৃদ্ধি পেয়েছে। যদিও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গোটা বিষয়টি সম্পর্কে বিধায়ককে চিঠি দিতে বলেছেন। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service