2025-04-03
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

ছাত্রদের স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আরো সক্রিয় হয়ে মাঠে নামার প্রস্তুতি আইপিএফটি’র ছাত্র সংগঠনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একটু একটু করে শক্তি সঞ্চয় করছে আই পি এফ টি। শনিবার আগরতলা প্রেস ক্লাবে দলের ছাত্র সংগঠন অল ত্রিপুরা ইভিজিনিয়াস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে নতুন কমিটি গঠন সহ সাংগঠনিক দিক, আগামী দিনের কর্মসূচি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই সমস্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

তাতে উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, রাজ্য নেতা স্বপন দেববর্মা সহ অন্যান্যরা। মন্ত্রী শুক্লা চরণ জানান, ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়ে চলেগিয়েছিলেন আহলাদ দেববর্মা।

এদিন তিনি তার অনুগামীদের নিয়ে পুনরায় আই পি এফ টি তে যোগ দেন। রাজ্যে দলের ৩৩ টি বিভাগীয় কমিটি রয়েছে। প্রতিটি বিভাগ থেকে ৭-৮ জন করে ছাত্র প্রতিনিধিরা আসেন বলে দাবি করেন তিনি। আগামী দিনে এই ছাত্র সংগঠন বিভিন্ন ইস্যুতে আরো সক্রিয় হয়ে উঠবে বলে জানান তিনি।

উল্লেখ্য, অল ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বিগত দিনগুলিতে কিছুটা নিষ্ক্রিয় ছিল। অথচ তাদের হাতে ছাত্রদের স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যু রয়েছে। সংগঠন এখন কি ভূমিকা নেয় সেটাই দেখার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service