2024-12-04
agartala,tripura
খেলা

চেষ্টা ছিল ম্যাচে জয়ী হওয়ার, কিন্তু ত্রিপুরা দল ভালো খেলেছে : আজিংকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুম্বাই-ত্রিপুরার রঞ্জি ম্যাচ ড্র।দুই দলই এক পয়েন্ট করে ঘরে তুলল। ম্যাচ অব দ্যা ম্যাচ হলেন মুম্বাইয়ের হিমাংশু সিং। ২৬ অক্টোবর থেকে রাজধানীর এমবিবি স্টেডিয়ামে শুরু হয়েছিল ত্রিপুরা বনাম মুম্বাই দলের মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ। সকালে মুম্বাই দল টসে জয়লাভ করে ব্যাটিং করা সিদ্ধান্ত নেয়।

প্রথম ইনিংসে ব্যাট করে মুম্বাই দল ৪৫০ রান সংগ্রহ করেছিল। পাল্টা ব্যাট করতে নেমে ত্রিপুরা দল প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩০২। প্রথম ইনিংসে ১৪৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শক্তিশালী মুম্বাই ১২৩ রান সংগ্রহ করে ত্রিপুরার সামনে টার্গেট দেয় ২৭২ রান।

ম্যাচের চতুর্থ তথা শেষ দিনে ত্রিপুরা দল খেলতে নামে ত্রিপুরা। ৪৮ রান সংগ্রহ করার পরই ম্যাচ যে ড্র-র দিকে এগুচ্ছে তা বুঝতে পারেন দুই দলই। অবশেষে দুই ইচ্ছেতেই ম্যাচ ড্র ঘোষণা করা হয়। ম্যাচ শেষে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব, সভাপতি সহ অন্যরা দুই দলের খেলোয়াড়দের হাতে স্মারক তুলে দেন। ম্যাচের সেরা হন মুম্বাইয়ের হিমাংশু সিং।

ম্যাচ শেষে ম্যাচ শেষে মুম্বাই দলের অধিনায়ক আজিংকা রাহানে বলেন, চেষ্টা ছিল ম্যাচে জয়ী হওয়ার। কিন্তু ত্রিপুরা দল ভালো খেলেছে। তবে নিজ দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে খুশি অধিনায়ক।

সাংবাদিকদের প্রশ্নোত্তরে ত্রিপুরা দলের অধিনায়ক মনদ্বীপ সিং বলেন, ত্রিপুরা টিম বর্তমানে আগের মতো নেই। এখনও অন্য কোন দল ত্রিপুরাকে দুর্বল ভাবতে পয়ারে না। অনেক পরিবর্তন হয়েছে।এই ম্যাচে মুম্বাইয়ের সঙ্গে ভালো লড়াই হয়েছে। পরবর্তী ম্যাচে আরও ভালো খেলবে দলের খেলোয়াড়রা।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service