2025-02-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

চুরি যাওয়া ২টি বাইকসহ পুলিশের হাতে ধরা পরে চোর খুশি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরি যাওয়া বাইক সাথে আরেকটা বাইক সহ চোরকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ শনিবার ধৃত চোরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানেন সদর এস ডি পি ও দেবপ্রসাদ রায়। রাজধানী আগরতলা শহরে বাইক চোর চক্র সক্রিয় শহরে আগরতলার বিভিন্ন জায়গা থেকে দিন কিংবা রাত্রে বাইক চুরি হয়ে যাচ্ছি এ ব্যাপারে গুলোর মধ্যে মামলা করার করুন মাসে পর মাস বাইক চোরকে ধরতে অক্ষম পুলিশ।

গত ১২ই ফেব্রুয়ারি আগরতলার এমবিবি ক্লাব সংলগ্ন অনির্বাণ দাসের বাইক চুরি হয়ে যায় এই ব্যাপারে অনির্বাণ দাস ১৩ইফেব্রুয়ারি পূর্ব থানায় মামলা করেন মামলা হাতে নিয়ে পূর্ব থানার পুলিশ একটি টিম গঠন করে তদন্তে নেমে মহেশ খলা এলাকা থেকে সুমন দাস নামে এক বাইক চোর কে গ্রেপতার করে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মহেশতলা জঙ্গল থেকে চুরি যাওয়া বাইক সহ আরেকটি বাইক উদ্ধার করা হয়।

শনিবার পূর্ব থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা জানান সদর এস ডি পি ও দেবপ্রসাদ রায় তিনি আরো জানান ধৃত চোর সুমন দাস কে রিমান্ডে এনে আরো অনেক কিছু জানা যাবে সে বিভিন্ন অপরাধ জনিত কাজের সাথে জড়িত তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে বলে জানান আরও জানান, সুমন দাসের বিরুদ্ধে চুরির অন্যান্য ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহ রয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আরও অনেক বাইক উদ্ধারের আশা করছে। এই ঘটনার ফলে আগরতলা শহরে বাইক চুরির ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, তাদের বাইক সুরক্ষিত রাখার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও জানান, পুলিশ বাইক চুরি রোধে নিয়মিত পেট্রোলিং বৃদ্ধি করবে এবং প্রযুক্তির সাহায্যে তদন্ত কাজ আরও সুদৃঢ় করা হবে। এই ঘটনা জনসাধারণের মধ্যে ভয় এবং অসন্তোষ সৃষ্টি করেছে এবং পুলিশ প্রশাসনকে এই সমস্যার সমাধান করার জন্য আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service