জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মামলা হাতে নিয়েই চোরদের জালে তুলতে সক্ষম হল পুলিস। চুরি যাওয়া সামগ্রী সহ ৪ চোরকে গ্রেপ্তার করলো পূর্ব আগরতলা থানার পুলিস। চলতি মাসের ১২ মার্চ রাজধানীর বোধজং বয়েজের মিড ডে মিলের রান্না ঘর থেকে চুরি হয়ে যায় রান্নার গ্যাসের চুল্লি। ঘটনা নজরে আসতেই পূর্ব আগরতলা থানায় মৌখিক ভাবে পুলিসকে জানানো হয় স্কুলের প্রধান শিক্ষকের তরফে।
১৬ তারিখ লিখিত ভাবে থানায় জানান প্রধান শিক্ষক। পুলিস ঘটনার তদন্ত শুরু করে প্রথমে সন্দেহভাজন হিসেবে সুনীল দেববর্মাকে নামে একজনকে আটক করে।তার বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চালাতেই সে স্কুলে চুরির ঘটনা স্বীকার করে। তার স্বীকারোক্তি মুলে পুলিস রাজধানীর লালমাটিয়া থেকে চুরি যাওয়া চুল্লি উদ্ধার করে।
একই সঙ্গে মহরাজগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে আরও তিনজনকে। সুনীল দেববর্মা আরও তিনজনের নাম জানায়। পুলিস রাজধানীর মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে জালে তুলে বিজয় বিশ্বাস,গোপাল গুপ্ত ও ভানু দেবনাথ নামে তিনজনকে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে একটি টিভি উদ্ধার করে। ধৃতরা জানায় এটি তারা মান্দাই এলাকা থেকে চুরি করেছে।
ধৃত চারজনকে রবিবার আদালতে সোপর্দ করা হয়। পুলিস জানায় ধৃতদের রিমান্ডে এনে সম্প্রতি কয়েকটি চুরির ঘটনার বিষয়ে তদন্ত চালাবেন এবং এদের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা বের করা হবে।
Leave feedback about this