জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারও ফলাফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে ডেপুটেশনে মিলিত হল এস টি জি টি বেকার যুবক যুবতীরা। সোমবার একই দাবিতে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো এসটিজিটি বেকাররা। এদিন সংবাদ মাধ্যমকে এক বিক্ষোভকারী জানান ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার ১৭ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর।
এ–বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন জবাব মিলছে না। এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। কিন্তু দেখা গেছে টেট ১ এবং টেট ২ পরীক্ষার ফল প্রকাশ করেছে টিআরবিটি। কিন্তু দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ অন্যন্য মন্ত্রীর দরজায় দরজায় ঘুরছেন তা সত্ত্বেও এসটিজিটিদের ফল প্রকাশ করছে না।
Leave feedback about this