2024-12-22
Ramnagar, Agartala,Tripura
খেলা

চলমান সংঘকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলা ডাবল লিগ ফুটবলে নিজেদের দ্বিতীয় স্থান বজায় রাখল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত মহিলা ডাবল লিগ ফুটবল প্রতিযোগিতায় চলমান মুখোমুখি হয় চলমান সংঘ ওবিশ্রামগঞ্জ প্লে সেন্টার। রবিবার চলমান সংঘকে পরাজিত করে লিগ টেবিলে দ্বিতীয় স্থান বজায় রাখলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার।

রবিবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে চলমান সংঘকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। ম্যাচে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এর হয়ে জোড়া গোল করে খেলার ৩২ ও ৪০ মিনিটে প্রীতি জমাতিয়া। ১ টি গোল করে খেলার ৫ মিনিটে নিশা জমাতিয়া। এদিনের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এর জোড়া গোল করা প্রীতি জমাতিয়া।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service