জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগরতলা শহরের কিছু নিচু এলাকায় জল জমে যায়। নিম্নাঞ্চলের বাড়ি ঘরে ঢুকে পড়ে জল। আগরতলা বিধানসভা কেন্দ্রের ঋষি কলোনি এলাকায় কিছু বাড়িতে জল ঢুকে যাওয়ায় পরিবারগুলি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও ঋষি কলোনি এলাকার সাথে সংযোগ রক্ষাকারী একটি ব্রিজ রয়েছে। ব্রিজটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। ব্রিজটি নতুন করে করার জন্য অর্ডার বেরিয়ে গেছে। বুধবার এলাকা পরিদর্শনে গিয়ে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান ব্রিজের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে।
বুধবার ঋষি কলোনি এলাকা পরিদর্শনে মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর হিরালাল দেবনাথ, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য রেমালের প্রভাবে বৃষ্টির ফলে ঋষি কলোনি এলাকার বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে যাওয়ায় তারা ত্রাণ শিবিরে আশ্রয় নেন।
এদিন মেয়র এলাকাটি ঘুরে দেখেন ত্রাণ শিবিরে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে সেই সকল বাড়ির লোকজন শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। শিবির তাদের কোন সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেন।
Leave feedback about this