জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী কিছুদিন বাদেই রাজ্য অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক থেকে বিরোধী সবাই ময়দান চষে বেরোচ্ছেন এবং জারি রেখেছেন রাজনৈতিক কর্মসূচি মিটিং মিছিল পথসভা ইত্যাদি। আর এসব দিক থেকে বিরোধীদের টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে শাসক দল বিজেপি। এই সাংগঠনিক কর্মসূচির অঙ্গ হিসাবে ধনপুর বিধানসভার অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর বাজারে এক পথসভার আয়োজন করা হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা রতন দাস।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি গ্রামবাসীদের জন্য আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং তিনি সকলের উদ্দেশ্যে বলেন যে বিগত লোকসভা নির্বাচনে যেভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন ঠিক একই রকম ভাবে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার।
কেননা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্যে যেভাবে উন্নয়নে ধারা বইছে সেই ধারাকে অব্যাহত রেখে গ্রামগুলিকে উন্নয়নের ছোঁয়া লাগানোর উদ্দেশ্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান রাখেন। এদিনের পথ সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
Leave feedback about this