2024-12-04
agartala,tripura
খেলা

গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে হতে যাচ্ছে স্বর্গীয় শিবনাথ দে স্মৃতি ফাইভ-এ সাইড নক-আউট ফুটবল টুর্নামেন্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিবনাথ দে স্মৃতি ফাইভ-এ সাইড নক- আউট ফুটবল টুর্নামেন্ট। বাধারঘাটস্থিত দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে হতে যাচ্ছে স্বর্গীয় শিবনাথ দে স্মৃতি দ্বিতীয় বর্ষ ৫-এ সাইড নক-আউট ফুটবল টুর্নামেন্ট। ৯ ও ১০ নভেম্বর হবে এই ফুটবল টুর্নামেন্ট। খেলার এন্ট্রি ফি ৭০০ টাকা।

খেলার চ্যাম্পিয়ন ও রানার্স দলকে আকর্ষণীয় ট্রফি সহ নগদ ৮ হাজার ও ৫ হাজার টাকা করে দেওয়া হবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার উদ্যোক্তারা মাঠ পরিষ্কার করেন। টুর্নামেন্ট আয়োজক কমিটির এক সদস্য জানান ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলা। টুর্নামেন্টে ২০ থেকে ২৫ টি দল অংশগ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন উদ্যোক্তারা। ৯ নভেম্বর খেলার উদ্বোধন করা হবে।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service