2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গুড ফ্রাইডে-তে মরিয়মনগর চার্চে প্রার্থনায় অংশ নেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করার দিনটি গুড ফ্রাইডে হিসেবে প্রতিবছর পালন করে থাকেন খ্রিষ্টান ধর্মাবল্মবির লোকজন। এদিনে উপবাস থেকে বিভিন্ন গির্জা- চার্চে প্রার্থনায় অংশ নেন খ্রিষ্টান ধর্মাবল্মবির লোকজন ধর্মীয় রীতিনীতি মেনে।গুড ফ্রাইডে হল একটি খ্রিস্টান ছুটির দিন যা ক্যালভারিতে যীশুর ক্রুশবিদ্ধ এবং তাঁর মৃত্যুকে স্মরণ করে।

এটি পবিত্র শুক্রবার , মহান শুক্রবার। প্রতিবছর রাজধানীর অদূরে মরিয়মনগর চার্চে গুড ফ্রাইডে-তে হয় অনুষ্ঠান। নিয়ম মেনে প্রার্থনায় অংশ নেন খ্রিষ্টান ধর্মাবল্মবির লোকজন। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। এই পবিত্র শুক্রবারে মরিয়মনগর চার্চে যান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। প্রার্থনায় অংশ নেন। কথা বলেন চার্চে ফাদার সহ অন্যদের সঙ্গে।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service