জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাতের আঁধারে গাড়ির কাঁচ,বাড়ির কাচের জানালা ভাঙচে দুষ্কৃতিরা। চিত্র ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ঘটনা শনিবার গভীর রাতে আগরতলা জগন্নাথবাড়ি রোড এলাকায় চারটি গাড়ির গ্লাস ভেঙে চুরমার করেছে দুষ্কৃতীকারিরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।
রাজধানীর আগরতলা শহরের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন? এই চক্রে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। উল্লেখ্য রাজধানী আগরতলা শহরের বাড়ি ঘরের সৌন্দর্যায়নের লক্ষ্যে অনেকেই কাচের দরজা জানালা তৈরি করে থাকেন। শুধু তাই নয় রাস্তার পাশে অসংখ্য যানবাহন রাতে পার্কিং করে রাখা হয়। কেননা যাদের ব্যক্তিগত যানবাহন রয়েছে তাদের অনেকেরই বাড়িঘরে পার্কিংয়ের ব্যবস্থা নেই। সে কারণেই বাড়ির পাশাপাশি রাস্তার পাশেই এসব যানবাহন পার্কিং করা হয়। কেননা এ ব্যাপারে ট্রাফিক পুলিশের তরফেও আইনি ব্যবস্থা নেওয়া হয় না। একথা অনস্বীকার্য যে ব্যক্তিগত যানবাহন যাদের রয়েছে তাদের বাড়ি ঘরে যে পার্কিংয়ের উপযুক্ত ব্যবস্থা নেই তা সরকার প্রশাসন এবং ট্রাফিক পুলিশও অবগত রয়েছে। এর সুবাদেই যানবাহনগুলি রাস্তার পাশে পার্কিং করে রাখা হয়। গতকাল রাতে রাজধানী আগরতলা শহরের জগন্নাথ বাড়ি রোড এলাকায় চারটি গাড়ির গ্লাস ভেঙ্গে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যানবাহনের মালিকদের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এব্যাপারে রাত্রিকালীন পুলিশি টহল জোরদার করার দাবি উঠেছে। এমনকি রাত্রিকালীন সময়ে শহরের নিরাপত্তা নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।
Leave feedback about this