জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্যালেস্টাইনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সরব হয়েছে সিপিআইএম । সিপিআইএমের অভিযোগ মার্কিন মদত পুষ্ট হয়ে নির্বিচারে গাজায় গণহত্যা শুরু হয়েছে । অবিলম্বে এই গণহত্যা বন্ধ না হলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে বিশ্বের অন্যান্য দেশগুলির মধ্যে । বৃহস্পতিবার এই গণহত্যার বিরুদ্ধে রাজধানী আগরতলায় বিক্ষোভে শামিল হয়েছে বামপন্থী সংগঠনগুলি । এদিন একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক বিক্ষোভ সভায় মিলিত হয়েছে । সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন মার্কিন মদকপুষ্ট হয়ে ইজরাইল যেভাবে প্যালেস্টাইনের উপর আক্রমণ সংঘটিত করছে, সেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার । এ নিয়ে রাজনীতির উর্ধ্বে উঠে সমবেত প্রতিবাদ জানানো প্রয়োজন । এদিনের সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ।
Leave feedback about this