2025-02-01
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

গাঁজা পাচারে সাহায্য বিমান সংস্থা ইন্ডিগোর এক কর্মীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিমানে করে বহি:রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরল এক গাঁজা কারবারী। একই সাথে বিমানে পাচারের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আটক বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর এক কর্মী। ঘটনা আগরতলায় এমবিবি বিমানবন্দরে। ধৃত দুই ব্যক্তির নাম সুদীপ দেববর্মা ও নেলসন জমাতিয়া। গোপন সূত্রের ভিত্তিতে বিমানবন্দর থেকে সুদীপকে তল্লাশি চালিয়ে এয়ারপোর্ট থানার পুলিশ উদ্ধার করে ২০ কেজি গাঁজা। আর এই খবর ছড়িয়ে পড়তে নতুন করে যেন চর্চা শুরু হয়ে গেছে সচেতন মহলে। সড়ক পথ ও রেলপথের পাশাপাশি এবার বিমানে করেও বহির রাজ্যে যে গাঁজা পাচার হচ্ছে তা আরো একবার প্রমাণিত হলো এয়ারপোর্ট থানার পুলিশের এই সাফল্যের মধ্য দিয়ে। রবিবার এনসিসি থানার এসডিপিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানান। এসডিপিও জানান, গতকাল রবিবার গোপন সূত্রের ভিত্তিতে এয়ারপোর্ট থানার ওসির নিকট খবর আসে বিমানে করে বহির রাজ্যে গাঁজা পাচার হতে চলেছে। আর এই খবরের ভিত্তিতে পুলিশ এমবিবি বিমানবন্দরে ছুটে গিয়ে সিধাই থানার এলাকার বাসিন্দা সুদীপ দেববর্মাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করে কুড়ি কেজি গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা। পড়ে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ বিমানে বহির রাজ্যের গাঁজা পাচার করার ক্ষেত্রে সহায়তা করার জন্য ইন্ডিগোর কর্মী নেলসন জমাতিয়াকে গ্রেফতার করে। বিমানে গাঁজা পাচারের পেছনে বড় ধরনের চক্র সক্রিয় রয়েছে। তাই এই চক্রটিকে জালে তুলতে সোমবার ধৃত দুজনকে পুলিশি রিমান্ডে আদালতে তোলা হয়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service