জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর পূর্ব থানার পুলিশ শনিবার রাত সাড়ে নয়টা নাগাদ ২২ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করেছে। যার বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। পূর্ব থানার পুলিশ প্রথমে চন্দ্রপুর আইএসবিটিতে হানা দেয়। সেখানে গাঁজা পাচারকারীরা টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পুলিশ তাদের পিছু ধাওয়া করে বলদাখাল এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার এক সাংবাদিক বৈঠকে সদর মহকুমা এসডি পি ও দেবপ্রসাদ রায় জানান, পুলিশ চেষ্টা চালিয়েছে গাঁজা পাচারকারীর পুরো টিমটিকে জালে তোলার জন্য। ধৃত দুজনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। তাদেরকে জিজ্ঞাসাবাদে চালিয়েই পুলিশ গাঁজা পাচার চক্রের মূল পাণ্ডাদের পাকড়াও করতে সক্ষম হবে বলে ধারণা করছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
অপরাধ
রাজ্য
গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্ব থানা
- by janatar kalam
- 2023-08-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago


Leave feedback about this